জ্ঞান অর্জন

পাঠ করার আদেশ

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ

পাঠ কর, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পাঠ কর, আর তোমার রব সর্বাধিক দয়ালু—যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না।
(সূরা আল-আলাক্ব ৯৬:১–৫)


জ্ঞান ও বিবেচনার দায়িত্ব

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

বল, যারা জানে এবং যারা জানে না—তারা কি সমান? প্রকৃতপক্ষে কেবল বোধশক্তিসম্পন্নরাই উপদেশ গ্রহণ করে।
(সূরা আয-যুমার ৩৯:৯)

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا

তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ের ওপর তালা রয়েছে?
(সূরা মুহাম্মদ ৪৭:২৪)

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে—তাদেরকে বহু স্তরে মর্যাদায় উন্নীত করেন।
(সূরা আল-মুজাদিলা ৫৮:১১)


কুরআন অধ্যয়ন ও যথাযথ অনুসরণ

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ

যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তারা সেটিকে যথাযথভাবে তিলাওয়াত ও অনুসরণ করে—তারাই প্রকৃত অর্থে এতে বিশ্বাসী।
(সূরা আল-বাকারা ২:১২১)

وَهَٰذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

এটি এক বরকতময় গ্রন্থ যা আমরা অবতীর্ণ করেছি; সুতরাং এটিকে অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা রহমত লাভ করতে পারো।
(সূরা আল-আন‘আম ৬:১৫৫)


নির্দেশনা ও বাস্তব প্রয়োগের জন্য পাঠ

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

নিশ্চয়ই আমরা কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি; তবে কি কেউ উপদেশ গ্রহণ করবে?
(সূরা আল-ক্বমার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ

যদি তোমরা না জানো, তবে জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করো।
(সূরা আন-নাহল ১৬:৪৩)


হাদিস: জ্ঞান অর্জনের ফরজ

طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَىٰ كُلِّ مُسْلِمٍ

প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন ফরজ।
(সুনান ইবন মাজাহ, হাদিস ২২৪)

সূরা আন-নিসা – আয়াত ১৩৫ (Surah An-Nisa – 135)
“হে মুমিনগণ! তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাক; আল্লাহর ওয়াস্তে ন্যায়সংগত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্নীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও।


সূরা আল-মায়িদাহ (৫:৮) — শত্রুর প্রতিও ন্যায়বিচার

হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর জন্য ন্যায়বিচারে অবিচল থাকো, সাক্ষ্যদাতা হও। কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না করে

সূরা আল-ইসরা (১৭:৩৫)

তোমরা যখন মাপো তখন পূর্ণ মাপে দাও এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো

সূরা আন-নিসা ৪:৩২

“পুরুষদের তাদের অর্জনের অংশ এবং নারীদের তাদের অর্জনের অংশ রয়েছে।”