ধর্মীয় স্বাধীনতা

📌 ইসলাম: পুরুষ ও নারীর অধিকার, লজ্জাশীলতা ও ধর্মীয় স্বাধীনতা


পুরুষ ও নারীর দৃষ্টি ও লজ্জাশীলতা (Modesty)

পুরুষদের লজ্জাশীলতা
ও বিশ্বাসী পুরুষরা! তোমরা দৃষ্টি নেমে রাখো এবং তোমাদের লজ্জাশীলতা রক্ষা করো। এটি তোমাদের জন্য উত্তম।
﴿قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ …﴾
সূরা আন-নূর ২৪:৩০

নারীদের দৃষ্টি ও লজ্জাশীলতা
ও বিশ্বাসী নারীরা! তোমরা তোমাদের দৃষ্টি নেমে রাখ এবং তোমাদের লজ্জাশীলতা রক্ষা করো, এবং তোমাদের অলঙ্কার প্রকাশ করো না—সেটি যে স্বাভাবিকভাবে প্রকাশ হয় তার বাইরে। এবং তোমরা তোমাদের চুল ও বুক ঢেকে রাখো।
﴿وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ …﴾
সূরা আন-নূর ২৪:৩১

বাহ্যিক পোশাক / জিলবাব
হে নবী! বলো তোমার স্ত্রীর, কন্যাদের এবং বিশ্বাসী নারীদের যেন তারা তাদের জামাকাপড় লম্বা করে পরিধান করে। এভাবে তারা চিহ্নিত হবে এবং কষ্ট ও অনাচারের হাত থেকে রক্ষা পাবে।
﴿يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِأَزْوَاجِكَ …﴾
সূরা আল-আহযাব ৩৩:৫৯

হায়া ঈমানের অংশ
লজ্জাশীলতা (হায়া) ঈমানের অঙ্গ।
সহিহ মুসলিম


ধর্মে জোর নেই (No Compulsion)

ধর্মে জোর নেই
ধর্মে কোনো জোরপূর্বক প্রয়োগ নেই। সত্যপথ অস্বাস্থ্যপথ থেকে স্পষ্ট হয়ে গেছে।
لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ
সূরা আল-বাকারাহ ২:২৫৬

প্রত্যেকের ধর্ম তার নিজস্ব
তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার ধর্ম।
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
সূরা আল-কাফিরুন ১০৯:৬

সূরা আন-নিসা – আয়াত ১৩৫ (Surah An-Nisa – 135)
“হে মুমিনগণ! তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাক; আল্লাহর ওয়াস্তে ন্যায়সংগত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্নীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও।


সূরা আল-মায়িদাহ (৫:৮) — শত্রুর প্রতিও ন্যায়বিচার

হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর জন্য ন্যায়বিচারে অবিচল থাকো, সাক্ষ্যদাতা হও। কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না করে

সূরা আল-ইসরা (১৭:৩৫)

তোমরা যখন মাপো তখন পূর্ণ মাপে দাও এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো

সূরা আন-নিসা ৪:৩২

“পুরুষদের তাদের অর্জনের অংশ এবং নারীদের তাদের অর্জনের অংশ রয়েছে।”